প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে অবিলম্বে জুলুমের দায়ে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।
সোমবার (২৫ নভেম্বর) কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো অফিসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর প্রশাসন কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে নেতাদ্বয় বলেন, প্রথম আলো অফিসের সামনে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন, তাদের সাথে আলোচনায় না বসে উল্টো যৌথবাহিনীকে দিয়ে হামলা করানোর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সহিংসতা উস্কে দেয়ার দায় নিয়ে সরকারকে শান্তি ফিরিয়ে আনতে হবে। ভিডিওতে চিহ্নিত হামলাকারী পুলিশ সদস্য ও হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
তারা বলেন, বিবিসি, সিএনএন ও নিউইয়র্ক টাইমস- এর মতো পাশ্চাত্য গণমাধ্যমগুলোর প্রধান কার্যালয়ের সামনেও প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার নজির রয়েছে। এটি অস্বাভাবিক কিছু নয়। সরকারকে মনে রাখতে হবে, নির্বিঘ্নে জনসভা ও মতপ্রকাশের অধিকারে আঘাত চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনারবিরোধী।
তারা আরও বলেন, আমরা প্রথম আলো ও ডেইলি স্টারকে পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে এদেশে ভারত ও আমেরিকার ওয়ার অন টেরর এজেন্ডার অন্যতম সারথী মনে করি। এদেশে আলেম-ওলামা ও ইসলামপন্থীদের রাজনৈতিক ক্ষমতা ও সাংস্কৃতিক প্রভাব দমনকল্পে তাদের গোয়েন্দা সংস্থার যোগসাজশে ‘জঙ্গি’রূপে চিত্রিত করতে পত্রিকা দুটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর ফলে গত দেড় দশক ধরে মিথ্যা ‘জঙ্গি’ অপবাদে অসংখ্য মাদরাসাছাত্র, আলেম-ওলামা ও ইসলামপন্থীকে কারাগার ও রিমান্ডে সীমাহীন নির্যাতনের শিকার হতে হয়েছে। আর্থিক, শারীরিক ও সামাজিকভাবে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এমনকি প্রমাণহীনভাবে কোনো কোনো সেনাসদস্যকেও ‘জঙ্গি’ অপবাদ দিয়ে তাদের জীবন বিপন্ন করেছে প্রথম আলো।
তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে কেন জনরোষ গড়ে উঠেছে তা সরকার ও নাগরিক সমাজকে আন্তরিকভাবে বুঝতে হবে। ২০১৩ সালের ৫ মে হেফাজতের ওপর যখন ফ্যাসিস্ট হাসিনার দলীয় ও রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ করে, তখন আমাদের ন্যায্য প্রতিরোধকে ‘তাণ্ডব’ আখ্যা দেয় প্রথম আলো। ২০০৭ সালে পত্রিকাটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে গণরোষের মুখে ক্ষমা চেয়েছিল। এদেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে ভারতের দালালি করে টিকে থাকা যাবে না। ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারেনি। তার দোসররাও পারবে না, ইনশাআল্লাহ।