কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করার আন্দোলনে উত্তাল পাকিস্তান। তাকে মুক্ত করতে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
তিনি বলেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবো। আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। যদি আমার সঙ্গে না থাকেন তাহলে আমিই এ লড়াই চালিয়ে যাবো। কারণ, বিষয়টি শুধু আমার স্বামীর নয়। বিষয়টি হলো দেশ এবং এর নেতাকে কেন্দ্র করে।
রবিবার (২৪ নভেম্বর) বুশরা বিবির নেতৃত্বে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে ইমরান খানের দলের নেতা কর্মীরা রাজধানী ইসলামাবাদের দিকে রওনা শুরু করে।
বুশরা বিবি বলেন, আমি শুধু আশায় বিশ্বাস করি না। আমি নিশ্চিত পস্তুনরা একটি গর্বিত জাতি। তারা সমর্থনের শেষ না দেখা পর্যন্ত কখনো সমর্থন ছেড়ে দেন না।
অনলাইন সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দী আছেন। তার মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে প্রতিবাদ বিক্ষোভ আয়োজন করেছে পিটিআই। তাতে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করেন বুশরা বিবি।