শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

ফাঁসির মঞ্চে গিয়েও জামায়াত নেতারা মাথা নত করেননি : রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফাঁসির মঞ্চে গিয়েও জামায়াত নেতারা মাথা নত করেননি, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ ও শহীদ মীর কাশেম আলীসহ জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয়েছে। কিন্তু কেউ পালানোর চিন্তা করেনি। আমাদের নেতা মীর কাশেম আলী ছিলেন আমেরিকায়। উনি জানতেন তাকেও মামলার আসামি করা হবে। তবুও উনি বীরের মতো দেশে এলেন। উনারা পালিয়ে যাননি। কারণ তারা কোনো অপরাধ করেননি।

আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় চিলড্রেন পার্কে ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, শেখ হাসিনা নাকি টুস করে দেশে ঢুকে পড়বেন। তার হাতে সরকারের বাহিনীসহ হেলমেট লীগ, সন্ত্রাসী লীগ, যুবলীগ থাকার পরও তিনি নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছেন। যারা তিনি ফিরে আসবে এ কথা চিন্তা করে মাঝে মধ্যে উঁকি মারার চেষ্টা করছেন তাদেরকে বলছি, আপনাদের নেত্রী আর দেশে ফিরবেন না।

রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা পালালেন কেন? তিনি যে পরিমাণ অপরাধ করেছেন পালানো ছাড়া আর কোনো উপায় নেই। যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের ফাঁসি দেয়া হয়েছিল আজ সে ট্রাইব্যুনালেই শেখ হাসিনাসহ তাদের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে শেখ হাসিনাসহ সব ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর দাবি জানাই।

তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছেন। তাদের অবিলম্বে অপসারণ করে সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসাতে হবে।

ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের ইসলামীর যুব বিভাগ ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমির মুহাম্মদ আবদুল জব্বার প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ বিনোদন এবং মাদকমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে ইয়ুথ ফোরামের ব্যানারে র‍্যালি বের হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img