বুধবার, নভেম্বর ২০, ২০২৪

বৈশ্বিক টেকসই উন্নয়ন অধিবেশনে যোগ দিলেন এরদোগান

জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ‘টেকসই উন্নয়ন ও শক্তির রূপান্তর শীর্ষক’ অধিবেশনে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে মিউজিয়াম অফ মডার্ন আর্টে রুদ্ধধর এই বৈঠক শুরু হয়।

প্রসঙ্গত, টেকসই উন্নয়ন হল একটি সাংগঠনিক নীতি। যার লক্ষ্য প্রাকৃতিক সম্পদকে সহনশীল অবস্থায় রেখে মানবজাতির উন্নয়ন সাধন করা।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উদ্বোধনী বক্তৃতার পর এই অধিবেশনটি শুরু হয়।

এর আগে জি-২০ সম্মেলনে বক্তব্য রাখেন এরদোগান। এসময় তিনি গাজ্জায় যুদ্ধ বিরতির জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন। এছাড়া তুরস্কের পক্ষ থেকে গাজ্জায় মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও নিশ্চয়তা দিয়েছেন।

উল্লেখ্য, জি-২০ সম্মেলনে প্রথমবারের মতো সভাপতিত্ব করছে ব্রাজিল। যার মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাজ্যসহ মোট ১৯ টি দেশ।

সূত্র: ইয়ানি সাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img