বুধবার, নভেম্বর ২০, ২০২৪

পাকিস্তানে দুই দিনে ২০ সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর মালিখেল এলাকায় একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছে। এ সময় পাল্টা হামলায় ছয় হামলাকারীও নিহত হয়।

আজ বুধবার (২০ নভেম্বর) পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বান্নু জেলার মালিখেল এলাকায় একটি যৌথ চেকপোস্টে হামলাকারীরা হামলার চেষ্টা করে। সেনারা তাদের প্রতিহত করলেও একটি আত্মঘাতী বিস্ফোরণে চেকপোস্টের সীমানা প্রাচীর এবং আশপাশের অবকাঠামো ধসে পড়ে। এতে ১০ সেনাসদস্য এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির দুই সদস্য নিহত হন।

আইএসপিআর আরও জানায়, প্রতিরোধের মুখে হামলাকারীরা বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে চেকপোস্টের প্রাচীরে আঘাত করে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে ছয় হামলাকারী নিহত হয়।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img