বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

এবার প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের কমিটি

এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ১৭ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় চবির শহীদ জোবায়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কমিটি প্রকাশ করা হয়।

১৭ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, অর্থ ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলি ওবায়দুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, এফ রহমান হল সভাপতি মোনায়েম শরীফ, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাবিবুল্লাহ খালেদ। সভাপতি মো. নাহিদুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম, অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, আইটি সম্পাদক এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, ব্যবসায় শিক্ষা সম্পাদক আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক ইয়াসিন মো. মুজতাহিদ, পাঠাগার সম্পাদক দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক আমির হোসাইন, সহ-এইচআরডি সম্পাদক মো.আব্দুল্লাহ এবং সহ-স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক মোশারফ হোসেন সোহাদ।

১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির ৫ জনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে জানা গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img