শতাধিক বিদেশীর রেকর্ড পরিমাণ মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি আরব।
ইএসওএইচআর নামক মানবাধিকার সংস্থার বরাতে এএফপির খবরে একথা জানানো হয়।
ইউরোপীয়-সৌদি মানবাধিকার সংস্থাটির তথ্যমতে, গত ১ বছরে রেকর্ড পরিমাণ বিদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি। ১০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা ২০২২ ও ২০২৩ সালের তুলনায় ৩গুণ বেশি! এর আগে কখনো তাদের এত পরিমাণে মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখা যায়নি। দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত ছিলেন।
আরো বলা হয়, দণ্ডপ্রাপ্তদের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। দেশটির ২১ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এতে ইয়েমেনের নাগরিক ছিলেন ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়ার ১০ জন, মিশরের ৯ জন, জর্ডানের ৮ জন, ইথিওপিয়ার ৭ জন, সুদান, ভারত ও আফগানিস্তানের ৩ জন করে, শ্রীলঙ্কা, ইরিত্রিয়া ও ফিলিপাইনের ১জন করে মোট ১০১ জন।
বিভিন্ন অপরাধের জেরে প্রতিবছর বিদেশীদের উপর বিভিন্ন দণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ডাদেশও দিয়ে আসছে সৌদি। বিদেশীদের ক্ষেত্রে এই সংখ্যা আগে কখনো ১০০ পার করেনি। সর্বোচ্চ ৩০-৩৪ এ সীমিত থাকতো। সর্বশেষ ২০২২ সালে ৩৪ জন বিদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিলো। এর পরিমাণ হুট করে ১০১ এ উন্নিত হওয়া খুবই উদ্বেগের।
এর আগে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান দি আটলান্টিক সম্মেলন-২০২২ এ বলেছিলেন, সৌদি সরকার হত্যাকাণ্ড ও অসংখ্য জীবনের জন্য হুমকি এমন অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান তুলে নিয়েছে। কিন্তু দেখা গিয়েছে মাদক অপরাধে জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর শুধু ৩ বছরের জন্য স্থগিত রাখা হয়েছিলো। যা ২০২৩ এর শেষ ভাগ থেকে আবার তুলে নেওয়া হয়।
সূত্র: ডন