শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

আফগানিস্তানকে নিয়ে পাকিস্তানের অযাচিত মন্তব্য প্রত্যাখ্যান করেছে কাবুল

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ভেতরে তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) গোপন আস্তানা রয়েছে বলে দাবি জানিয়েছে জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি প্রতিনিধি ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ। পাকিস্তানের এমন অযাচিত মন্তব্য ভিত্তিহীন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে কাবুল। নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায়ভার অন্যের উপর না চাপিয়ে নিজেদেরই সমাধান করা উচিত বলে ইসলামাবাদকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগান সরকার।

দেশটির ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, আফগানিস্তানের ভূমি ব্যবহার করে যে কোন গোষ্ঠীকে অন্য দেশের উপর আক্রমণ চালানোর অনুমতি দেয় না আফগান সরকার।

তিনি বলেন, “আমরা কঠোরভাবে পাকিস্তানের এমন দাবী প্রত্যাখ্যান করছি। এই ধরনের ইস্যুতে আমাদের কোন কিছু করার নেই। নিজেদের ভূমি ব্যবহার করে অন্য কোন দেশে আক্রমণের অনুমতি দেয় না আফগানিস্তান। আর তাছাড়া বর্তমান আফগানিস্তান অন্য কোন দেশের জন্য হুমকিও নয়। তাই নিজেদের দায়ভার আফগানিস্তানের উপর চাপানো উচিত নয় পাকিস্তানের। বরং নিজেদের সমস্যার মোকাবেলার জন্য অভ্যন্তরীণভাবে সমাধান খোঁজা উচিত।”

উল্লেখ্য, গত শনিবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটা রেলস্টেশনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেশটির সেনা সদস্য সহ অন্তত ২৬ জনের মৃত্যু হয়। আহত হয় ৬০ জনেরও বেশি মানুষ। এই ঘটনার দায়ভার আফগানিস্তানের উপর চাপিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তার দাবি, পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার করা হয়েছে। তিনি আরো দাবি করেছেন, টিটিপির বিরুদ্ধে কার্যত কোন ব্যবস্থাই গ্রহণ করেছেনা আফগান সরকার।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img