মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পাশাপাশি তিনি বলেছেন, গাজ্জা এবং মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তি স্থাপনে তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান।
শুক্রবার (৮ নভেম্বর) ফিলিস্তিনের প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এদিকে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, মাহমুদ আব্বাসের শুভেচ্ছাবার্তার জবাব দিয়ে বার্তা পাঠিয়েছেন ট্রাম্পও। সেখানে ট্রাম্প বলেছেন, যে তিনি গাজ্জায় যুদ্ধ বন্ধ করতে তৎপরতা শুরু করবেন এবং এ জন্য তিনি মাহমুদ আব্বাস ও ফিলিস্তিনের অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী।