বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

অ্যাডভোকেট আলিফের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দেশের সর্ববৃহৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিন্দা

রাষ্ট্রপক্ষ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানালো দেশের সর্ববৃহৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় খ্যাত আইআইইউসি (আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ❝ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে দুর্বৃত্তদের হামলায় আইআইইউসির আইন বিভাগের ১৯তম ব্যাচের অ্যালমানাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ❞

এছাড়া সাবেক কৃতি শিক্ষার্থীর শাহাদাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামীকাল কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা, বাদ জোহর বিশেষ দোয়া ও মুনাজাতের ঘোষণা দেওয়া হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, দেশে নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সহিংসতার ইন্ধনদাতা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নজিরবিহীন সন্ত্রাসী তাণ্ডব চালায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা। নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে।

নিষ্পাপ ও সাধু-সন্ত হিসেবে পরিচিত এই উগ্র হিন্দুত্ববাদী গুরুর অনুসারীদের নৃশংস হামলায় আরো ৭-৮ জন আহত হোন। যাদের পরবর্তীতে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম আদালতের অন্যতম সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ এনামুলের বর্ণনা মতে, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হোন। পরবর্তীতে হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পেয়েছিলেন। লোহাগাড়া উপজেলার চুনতির বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম জালাল উদ্দিন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img