বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

ইসকন নেতা ইস্যুতে ভারতের পতিক্রিয়ার জবাব দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও উগ্রবাদী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারে ভারতের প্রতিক্রিয়ায় জবাবে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর থেকে তার গ্রেফতারকে কিছু মহল ভুলভাবে ব্যাখ্যা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার বলতে চায়, এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img