শনিবার, নভেম্বর ২, ২০২৪

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর কাকরাইল ও এর আশাপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির অফিস ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির পর আগামীকাল শনিবার সমাবেশ ডেকেছিল দলটি। দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার দুপুর দুইটায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’ একইদিন বেলা ১১ টায় দলটির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ডাক দেয়।

সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জাতীয় পার্টিকে শনিবার সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।’

এমন পাল্টাপাল্টি কর্মসূচির মুখে পুলিশের পক্ষ থেকে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img