শনিবার, নভেম্বর ২, ২০২৪

কোচিং ছাড়াই প্রথমবারের ইউপিএসএসি পরীক্ষায় উত্তীর্ণের কীর্তি গড়লেন মাওলানার কন্যা

কোনো ধরণের কোচিং ও মেন্টরের সহায়তা গ্রহণ ছাড়া প্রথম দফাতেই ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কীর্তি গড়লেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ আসাদ কাসেমী আল আজমীর কন্যা ‘আবির আসাদ’।

সম্প্রতি ভারত সরকারের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি সর্বশেষ অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ পরীক্ষাটির ফলাফল প্রকাশ করে।

মাওলানা আজমীর পরীবারের পক্ষ থেকে জানানো হয়, তাদের কন্যা আবির আসাদ প্রথমবারের পরীক্ষাতেই ৩৫তম প্রার্থী হিসেবে ১২০ জনের উত্তীর্ণের তালিকায় জায়গা করে নিয়েছে। গভমেন্ট পাবলিক সার্ভিসে প্রবেশের এই কঠিন পরীক্ষা উত্তীর্ণ হতে সে কোনো ধরণের কোচিং করেনি। সহায়তা নেয়নি কোনো ইউপিএসসি বিশেষজ্ঞ শিক্ষকের। সম্পূর্ণ নিজ প্রচেষ্টা ও পড়াশোনার জেরে সে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে সফল হয়। শিক্ষা জীবনের শুরু লগ্ন থেকেই সে তার উচ্চ মেধা ও নাম্বার প্রাপ্তির সাফল্য রেখে আসছিলো। এমনকি ১০ম ও ১২শ শ্রেণির বোর্ড পরীক্ষাতেও সে গড়ে যথাক্রমে ৯২.৮ ও ৯৭.৫ শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়। তার বিভাগ ছিলো অর্থনীতি। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতির উপর অত্যন্ত সাফল্যের সে তার কলেজের পড়াশোনা শেষ করে।

আবির আসাদ জানায়, গভমেন্ট পাবলিক সার্ভিসে প্রবেশের এই পরীক্ষায় ১ম পছন্দ হিসেবে সে আইএএস অফিসার (Indian Administrative Service Officer) পদ বেছে নিয়েছিলো। ২য় পছন্দ হিসেবে আইআরএস (Indian Revenue Service officer) ও ৩য় পছন্দ হিসেবে আইআরএমএস অফিসার (Indian Railway Management Service Officer) পদ বেছে নিয়েছিলো।

কোনো ধরণের কোচিং ও মেন্টরের সাহায্য না নিয়েই সাফল্য লাভের কৃতিত্ব সে তার বাবা-মাকে দেয়। সে বলে, বাবা-মায়ের উৎসাহ ও বাড়িতে থেকে নিজে নিজে প্রস্তুতি গ্রহণে তাদের অকুণ্ঠ সমর্থন না পেলে এটি সম্ভব হতো না। পরীক্ষা প্রস্তুতির জন্য গোটা ১বছর দৈনিক গড়ে ৮-৯ ঘন্টা বাসায় নিরবিচ্ছিন্ন ভাবে পড়াশোনা করেছি। পরীক্ষার আগে যার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছিলাম।

উচ্চাকাঙ্খা রাখা মুসলিম নারীদের উদ্দেশ্যে বার্তায় তিনি বলেন, লক্ষ্য অর্জনে পূর্ণ মনোযোগ ও কঠোর পরিশ্রমের পাশাপাশি পূর্ণ আত্মবিশ্বাস ও নিজের উপর অগাধ আস্থা রাখতে হবে।

এক প্রশ্নের জবাবে নারীদের সক্ষমতার বিষয়ে তিনি বলেন, উচ্চশিক্ষা ও গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের যদি সেবার সমান সুযোগ, স্বাধীনতা ও উৎসাহ দেওয়া হয় তবে বড় বড় সাফল্য নিয়ে আসতে না পারার কোনো কারণ দেখি না।

এছাড়া মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী ভারতীয় তরুণ-তরুণীদের উদ্দেশ্যে তিনি বলেন, নানান আকর্ষণে বিভ্রান্ত হয়ে যাওয়ার পরিবর্তে আপনারা পড়ালেখায় মনোযোগ ধরে রাখুন।

অপরদিকে আবির আসাদের বাবা ভারতের বিশিষ্ট আলেম ভারতের বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ আসাদ কাসেমী আল আজমী জানান, সন্তানের এমন কীর্তিতে তিনি গর্বিত। এছাড়া তিনি সন্তানদের লক্ষ্য বেছে নেওয়ার ও সেই মোতাবেক পড়ালেখার স্বাধীনতা প্রদানের প্রতি গুরুত্বারোপ করেন।

ভারতীয় মুসলিমদের শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র শিক্ষাই পারে জাতির ভাগ্য বদলাতে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, মুসলিমদের মেধার সাক্ষর রেখে যাওয়ার ধারাবাহিকতায় সর্বশেষ ইউপিএসসি পরীক্ষায় মুসলিম তরুণী আবির আসাদের পাশাপাশি যুক্ত হয় মুসলিম তরুণ মুহাম্মদ নায়েব আনজুমের নাম। তিনি শীর্ষস্থানে থেকে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হোন।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img