শনিবার, নভেম্বর ২, ২০২৪

লেবাননে প্রায় ১০০০ ইসরাইলি সেনা হতাহত

ইরান সমার্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ৯৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৯০০ জন।

শুক্রবার (১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ জানায়, হতদের মধ্যে ইসরাইলি সেনাবাহিনীর সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তা উভয়েই রয়েছে।

গোষ্ঠীটির মিডিয়া সূত্র জানায়, অক্টোবর মাসে দক্ষিণ লেবাননের যুদ্ধে হিজবুল্লাহ প্রায় ৪০টি ইসরাইলি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে। এছাড়া এই সময়ের মধ্যে ইসরাইলি বাহিনীর প্রায় ৫০টি সামরিক ট্যাংক ও যানবাহন এবং পাঁচটি ড্রোন- যার মধ্যে তিনটি হার্মেস ৪৫০ এবং দুটি হার্মেস ৯০০ ধ্বংস করা হয়েছে।

এদিকে হিজবুল্লাহ ৩১ অক্টোবর এক ঘোষণায় জানিয়েছে, তারা ইসরাইলি সীমান্ত এলাকায় এবং দখলকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ অভিযান চালিয়েছে। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আক্রমণ চালানোর প্রেক্ষিতে, হিজবুল্লাহও প্রতিরোধমূলক এই পালটা আক্রমণ চালানো শুরু করে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনের ফলে লেবাননে এ পর্যন্ত ২,৫০০ জনের বেশি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।

সূত্র: ইরনা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img