বিগত ১৫ বছর আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণসহ নানা ধরনের অপরাধে জড়িত থাকায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগকে। নিষিদ্ধের এ বিষয়টাকে প্রতিহিংসা বিবেচনা না করে আল্লাহর কাছে তওবা ও পরিশুদ্ধির সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন আবু ত্বহা মুহাম্মাদ আদনান।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
আবু ত্বহা আদনান লিখেন, ছাত্রলীগের প্রতি! বিষয়টি অপমান, আক্ষেপ বা প্রতিহিংসার জায়গা থেকে বিবেচনা না করে রহমানের পক্ষ থেকে তাওবাহ, ইসলাহ ও পরিশুদ্ধির বিরাট সুযোগ হিসেবে দেখুন! যে কোন ওয়াসিলাতেই হউক আল্লাহ তায়ালা যদি কাউকে আঞ্চলিক ও বৈশ্বিক জালেমের সহযোগী হওয়া থেকে বাঁচিয়ে দেন, নিঃসন্দেহে তা রহমানের দয়ারই একটি অপার অংশ। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিৎ রহমানের কৃতজ্ঞ হওয়া।
তিনি বলেন, প্রদত্ত সুযোগকে মূল্যায়ন করা এবং সময়কে কাজে লাগানো।