আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সফরে আসছেন বিশ্বখ্যাত বক্সার মুহাম্মাদ আলীর স্ত্রী খালিলা আলী।
আফগানিস্তানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া অধিদপ্তর এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাবুল বিমানবন্দরে পৌঁছাবেন খালিলা আলী। তার এই সফরের মূল উদ্দেশ্য একটি স্টেডিয়াম নির্মাণ করা। যার নাম ‘ভিক্টোরি’ বা বিজয়। পাশাপাশি ‘মুহাম্মাদ আলী ও খালিলা আলী’ নামে একটি ক্রীড়া অ্যাসোসিয়েশনও প্রতিষ্ঠা করবেন তিনি।
ধারণা করা হচ্ছে, এই সফরে আফগানিস্তানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
উল্লেখ্য, মুহাম্মদ আলীর স্ত্রীর জন্য এটিই সর্বপ্রথম কাবুল সফর নয়। এর আগে ২০২২ সালে একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্দেশ্যে তিনি আফগান সফর করেছিলেন। যে স্টেডিয়ামটি ৮ একর জায়গার উপর নির্মিত।
সূত্র: কেপি