বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

৯ মাস পর কারামুক্ত হলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি প্রায় ৯ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) সংক্রান্ত একটি নতুন মামলায় বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। সেই রায়ের ভিত্তিতে আজ একটি বিশেষ আদালত তাঁর মুক্তির নির্দেশ দেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীকে ইসলামাবাদের দুর্নীতিসংক্রান্ত একটি আদালত তোশাখানা মামলায় গত ৩১ জানুয়ারি ১৪ বছরের কারাদণ্ড দেন। ওই দিন তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়।

ইমরান ও বুশরার বিরুদ্ধে ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রির বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছিল। ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন দেশের নেতাদের থেকে এসব উপহার পেয়েছিলেন, কিন্তু তা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে দিয়েছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img