রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

গাজ্জায় গণহত্যা বন্ধে ইসরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করুন : জাতিসংঘকে এরদোগান

গাজ্জা উপত্যকায় গণহত্যা বন্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শুক্রবার (১৮ অক্টোবর) দক্ষিণ ককেশাস আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্মের বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এরদোগান বলেন, এই মুহূর্তে জাতিসংঘের উচিত ইসরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা। একমাত্র এ ধরণের পদক্ষেপই গাজ্জায় ইসরাইলের ধ্বংসযজ্ঞ বন্ধ করতে সক্ষম।

এরদোগান আরও বলেন, উস্কানির মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে চাচ্ছে ইসরাইল। এ মুহূর্তে যুদ্ধ বিরতি না হলে অত্র অঞ্চলে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। এজন্য তিনি কূটনৈতিক প্রচেষ্টা জোরদারেরও আহ্বান জানান।

দক্ষিণ ককেশাস আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্মের ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়া, ইরান, আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

সূত্র: ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img