শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

শেষমুহূর্তেও শত্রুদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছিলেন ইয়াহইয়া সিনওয়ার

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর প্রধান ইয়াহইয়া সিনওয়ার গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় শাহাদতবরণ করেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) হামাস-এর সিনিয়র নেতা খলীল হাইয়া এ কথা নিশ্চিত করেন।

ড্রোনে ধারণ করা হামাসপ্রধানের শাহাদতবরণের পূর্বমুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি জাতির মুক্তিদূত ও মহান বীর ইয়াহইয়া সিনওয়ার ইসরাইলী সেনাদের লাঠি দেখাচ্ছেন।
এর মাধ্যমে তিনি দখলদারদের বিরুদ্ধে জিহাদরত সকল মুজাহিদীনদের অনুপ্রাণিত করেছেন এবং চূড়ান্ত পর্যায়েও সাধ্যনুযায়ী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, ইসরাইলী সামরিক বাহিনীর বর্ণনামতে, ইয়াহইয়া সিনওয়ার তাঁকে লক্ষ্য করে কামান দাগানোর পূর্বমুহূর্তেও ইহুদিবাদী সেনাদের উপর দু‘টি গ্রেনেড ছুড়েছিলেন। তাছাড়া সম্মুখ যুদ্ধে হামাসপ্রধান ও তাঁর সহযোদ্ধাদের বুলেটের আঘাতে এক ইসরাইলী সেনা আহতও হয়।

সূত্র: আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img