রবিবার, অক্টোবর ৬, ২০২৪

এরদোগানের অভাবনীয় কৌশলে মুদ্রাস্ফীতির হার কমলো তুরস্কের

বেশ কয়েকবছর ধরে অর্থনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার দেখছিল তুরস্ক তবে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের অভাবনীয় অর্থনৈতিক কৌশলে বর্তমানে কমে গিয়েছে তুরস্কের মুদ্রাস্ফীতির হার।

গত কয়েক মাসের মধ্যে ৫০ শতাংশেরও নিচে নেমে এসেছে দেশটির মুদ্রাস্ফীতি। যা তুর্কি অর্থনীতির অগ্রগতির জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে।

দি ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ২০২২ সালে তুরস্কের মুদ্রাস্ফীতি বেড়ে সর্বোচ্চ ৮৫ শতাংশের উপরে চলে গিয়েছিল। তবে বর্তমানে বার্ষিক মুদ্রাস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪৮.৯ শতাংশে। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক আরোপিত কঠোর মুদ্রানীতির বাস্তবায়নের ফলেই মুদ্রাস্ফীতির হার কমে গিয়েছে বলে দাবি জানানো হয়েছে। এছাড়াও অন্য কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বৈশ্বিক জ্বালানি শক্তির মূল্য কমে যাওয়াকে।

তুরস্কের অর্থমন্ত্রী মুহাম্মাদ সিমসেক বলছেন, মুদ্রাস্ফীতি হ্রাসের ফলে তুর্কি জনগণের জীবনব্যয়ের সমস্যার সমাধান হবে। পাশাপাশি দেশটির নাগরিক কল্যাণেও ভূমিকা রাখবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img