শনিবার | ৫ জুলাই | ২০২৫

সাইফুলের লাশ বুকে নিয়ে বীরচট্টলা যেন শহীদ বাবরি মসজিদের দিকে তাকিয়ে আছে : মুফতী হারুন ইজহার

spot_imgspot_img

হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার বলেছেন, শহীদ সাইফুলের লাশকে বুকে ধারণ করে বীরচট্টলার জমিয়তুল ফালাহ জামে মসজিদ যেন শহীদ বাবরি মসজিদের দিকে তাকিয়ে আছে।

আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাযার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোষ্টে তিনি এ কথা বলেন।

মুফতী হারুন ইজহার লেখেন, জানাযা শুধু নয়, এক ধারাবাহিক সুদূরপ্রসারী ভূরাজনৈতিক মুক্তিসংগ্রামের ডাক ইনশাআল্লাহ! জামিয়তুল ফালাহ চত্বর আজ এক ঐতিহাসিক টার্নিংপয়েন্ট সৃষ্টি করলো। তারিখটা স্মরণ রাখবেন। শহীদ সাইফুলের লাশকে বুকে ধারণ করে বীরচট্টলার জমিয়তুল ফালাহ জামে মসজিদ যেন শহীদ বাবরি মসজিদের দিকে তাকিয়ে আছে।

এর আগে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে লেখেন, সকল খুনি ও অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আপনারা আপাততঃ সংযত থাকুন। ভারত চায় হিন্দুর লাশ আর পোড়া মন্দির, এটাই তাদের রাজনীতি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img