বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

ভারতে গিয়ে চক্রান্ত করে আসা উগ্র হিন্দুদের প্রতিহত করা হবে : সারজিস আলম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এই বাংলাদেশের মানুষ যারা রয়েছেন, তারা শান্তিপ্রিয় মুসলমান। এই দেশের মুসলমানদের যেমন নিজেদের ধর্মের প্রতি সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছেন তাদের প্রতিও সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি ভারতের চক্রান্ত করে, মাসের ২৫ দিন শুধু দেহ নিয়ে এদেশে বসে থাকে ও বাকি ৫দিন মনটাকে নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং চক্রান্তের এক্সিকিউশন (পরিকল্পনা বাস্তবায়ন) এদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না, তাদের প্রতিহত করা হবে।

বুধবার (২৭ নভেম্বর) ইসকন সন্ত্রাসীদের নৃশংস হত্যার শিকার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাযার পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরো বলেন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি, এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিলো। আমরা দেখেছি, এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি, যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিলো, তখন কীভাবে আমাদের এই মাদরাসার ভাইয়েরা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে। কীভাবে ৫ আগস্ট রাতে সারারাত মন্দির পাহারা দিয়ে সকালের ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, বরং পুরো বাংলাদেশ একসাথে এসকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে।

জুলাই বিপ্লবের অন্যতম প্রধান এই নেতা আরও বলেন, ইসকন নামের উগ্রপন্থীরা বিগত ১৬ বছরে দেশে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এসব অপকর্ম মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এসব অপকর্মে মদদ দিয়েছে। তাদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তাদের আড়াল করেছে। কিন্তু তাদের চরিত্র ও তারা কীভাবে মানুষকে জবাই করে সেই দৃশ্য গতকাল আমরা পুরো দেশের মানুষ দেখেছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হতে, সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে ও প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।

সারজিস আলম বলেন, আমাদের জায়গা থেকে কথা স্পষ্ট। ইসকন ও যারা উগ্র হিন্দুত্ববাদী মনোভাব ছড়াচ্ছে তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে সরকারের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, যারা গতকাল আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয়, তবে এটি হবে বিচারব্যবস্থায় বর্তমান সরকারের অন্যতম ব্যর্থতা। ঐক্যবদ্ধ ছাত্র জনতা একসাথে এই সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img