রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করল রাশিয়া

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মন্তব্য করেছে রাশিয়া। এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতাকেই দায়ী করেছে মস্কো।

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক এক্স বার্তায় বলেন, বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্যে নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। প্রতিনিয়ত সেখানে রক্তক্ষয়ী নাটক প্রদর্শিত হচ্ছে। হোয়াইট হাউসের অস্পষ্ট বিবৃতি এই অঞ্চলের সমস্যাগুলো সমাধানে অসহায়ত্ব প্রদর্শন করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের প্রচেষ্টার ফলে হাজার হাজার মানুষ বলি হচ্ছে ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য ইসরাইল-হামাস সংঘাত শুরুর পর থেকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য মোট ১০ বার মধ্যপ্রাচ্য সফর করেছেন ব্লিঙ্কেন। তবে তার প্রতিটি সফরই ব্যর্থতার মুখ দেখেছে। যার বিপরীতে গাজ্জায় শহীদ হয়েছে প্রায় অর্ধলক্ষ ফিলিস্তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img