একের পর এক বিমান হামলার পর দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
আজ (মঙ্গলবার) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ এর পক্ষ থেকে টুইটার বার্তায় বলা হয়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু ও অবকাঠামোর বিরুদ্ধে সুনির্দিষ্ট বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলের সেনাবাহিনী। ইসরাইল সীমান্তের নিকটবর্তী গ্রামগুলোতে এই আক্রমণ চালানো হয়েছে। কারণ এই অঞ্চলগুলো উত্তর ইসরাইলের বাসিন্দাদের জন্য একটি মারাত্মক হুমকি।
উল্লেখ্য, লেবাননে স্থল আক্রমণের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছে আন্তর্জাতিক পর্যায়ে ইসরাইলের সমর্থকগণ। এর পরিবর্তে লেবাননের সাথে ২১ দিনের যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন তারা।
সূত্র: ডি ডাব্লিউ