ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, পাড়া-মহল্লায় যোগ্য, চরিত্রবান লোকদেরকে খুঁজে খুঁজে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত দিতে হবে। এক্ষেত্রে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, স্বৈরাচারী সরকার বিদায়ের পর রাজনীতির প্রতি চরিত্রবান মানুষদের আগ্রহ বেড়েছে। নোংরা রাজনীতির কারণে ভদ্র-সভ্য মানুষেরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকার কারণে সর্বজনের আস্থার পাত্রে পরিণত হয়েছে। ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে ঐক্যের প্রশ্নে আমরা সবসময় আন্তরিক ছিলাম এবং এখনও আছি।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতী ফয়জুল করীম, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, মাওলানা নূরুল ইসলাম আল আমীন, মাওলানা নূরুল করীম আকরাম, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু বকর সিদ্দীক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, অর্থ সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) তাজুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক আহমদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) প্রভাষক মাওলানা মুহাঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতী জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতি একেএম আবদুজ জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এস এম আজিজুল হক, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুফতি শেখ মুহা. নুরুন নাবী, শিল্প ও বাণিজ্য সম্পাদক প্রকৌশলী মোঃ এহতেশামুল হক পাঠান, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, তথ্য ও গবেষনা সম্পাদক মুফতী হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙ্গালী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মুহাম্মাদ মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠীকল্যাণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান, উপ-সম্পাদক কে এম শামিম আহমেদ, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।