নিজেদের বিমান সক্ষমতা বৃদ্ধি করতে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয়ের একটি চুক্তি স্বাক্ষর করেছে পূর্ব ইউরোপের শিয়া অধ্যুষিত দেশ আজারবাইজান।
পাকিস্তানের সামরিক বাহিনীর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উভয় দেশের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। চাকরিতে চুক্তি অনুযায়ী বিমানটির মডেল হলো ‘জেএফ- ১৭ ব্লক ৩।’
প্রসঙ্গত, হালকা ও এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধ বিমানটি চীন ও পাকিস্তানের উভয়ের যৌথ প্রচেষ্টায় তৈরি। যা স্থল ও শত্রু বিমানকে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম।
আজারবাইজানকে ঠিক কতটি জেএফ- ১৭ ব্লক ৩ যুদ্ধবিমান দেওয়া হবে সে বিষয়ে কোন তথ্য দেয়নি পাকিস্তানের সামরিক বাহিনী। গোপন রাখা হয়েছে আর্থিক বিষয়টিও। তবে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “চুক্তিটি ইসলামাবাদের বন্ধু প্রতিম দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধির একটি অংশমাত্র।”
সূত্র: রয়টার্স