শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

রাষ্ট্র সংস্কারে আলেমদের সম্পৃক্ত করতে হবে : মাওলানা আফেন্দী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, স্বৈরাচার পতনের আন্দোলন কেবলই বস্তুকে কেন্দ্র করে হয়নি। এই আন্দোলনের মূল উপাদান ছিলো আদর্শ। ইসলামি দর্শন ও চেতনাকে গলাচেপে ধরেছিলো স্বৈরাচার। এখানে পশ্চিমা চিন্তা ও প্রতিবেশী দর্শনের বিরুদ্ধে বিস্ফোরণ হয়েছে। দেশজুড়ে বিজয় উদযাপনে ইসলামি সাংস্কৃতির চর্চা এই দাবিকে স্পষ্ট করেছে। সুতরাং ইসলামকে উপেক্ষা করে কোন সংস্কারকে জনগণ মেনে নেবে না। রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোতে আলেমদের সম্পৃক্ত করতে হবে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতি মুজিবুর রহমান, উত্তর জেলা জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জেলা দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, জেলা উত্তর সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা ফজলুল করীম ক্বাসিমী, মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা নূর আহমদ ক্বাসিমী, মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুল মতিন নাদিয়া, আলহাজ্ব শামছুদ্দীন বানীগ্রামী, মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, মাওলানা নজরুল ইসলাম, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বাজী আমিন উদ্দীন, উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img