রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

দেশে ফিরলেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান

স্বৈরাচারী হাসিনা সরকার কতৃক অত্যাচার-নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার কিছুক্ষণ পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, এই ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে। যার ফলে, ৬ বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনও ভুলবো না। ২০০ বছর পরও আবু সাঈদ ও মুগ্ধদের মানুষ স্মরণ করবে।

তিনি আরও বালেন, আমার মা গুরুতর অসুস্থ। তাই, তাকে দেখতেই দ্রুত চলে আসা। দুটো দিন মায়ের সাথে থাকতে চাই। রোববার আমি আদালতে যাবো। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না। আমি আইনিভাবে সবকিছুর মোকাবেলা করবো।

এসময় বিমানবন্দরে সম্পাদক ড. মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img