চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি গহিরায় অভিযান চালিয়ে পুলিশ চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.হুমায়ুন কবির ও রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে ফজলে করিমের বাড়ির কেয়ারটেকার মো.হেলাল উদ্দিনকে (৫৫) সাথে নিয়ে এই তল্লাশী চালায়।
পুলিশ জানায়, ফজলে করিমের বাড়িতে অভিযান চালিয়ে একটি দু’নলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার এসব অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকালে পালিয়ে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গ্রেপ্তার হন ফজলে করিম চৌধুরী। গত বৃহস্পতিবার তাকে হেলিকাপ্টারে করে চট্টগ্রামে আনা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাসহ ১০টি মামলা রয়েছে।