বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, দুর্বৃত্তায়নকে কেন্দ্র করে ঢালাওভাবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বা নিষিদ্ধের দাবি তোলা নিতান্তই অযৌক্তিক। বরং ছাত্ররাজনীতির নামে যে কোন ধরণের দুর্বৃত্তায়ন বন্ধ করাই সময়ের দাবি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামী ছাত্রসমাজের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল মঞ্জুর বলেন, যুগে যুগে সংঘটিত জাতীয় -নাগরিক আন্দোলনে ছাত্ররাজনীতির ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষাঙ্গনকে সন্ত্রাসের বিষাক্ত হাওয়ার দূষণমুক্ত করতে আদর্শিক ধারার ছাত্ররাজনীতির বিকাশধারাকে তরান্বিত করতে হবে। তিনি নবভী আদর্শে কল্যাণরাষ্ট্র গড়ার অভিযাত্রায় দেশের ছাত্র-জনতাকে অনুপ্রাণিত করতে ইসলামী ছাত্রসমাজের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন যুগান্তকারী ভূমিকার শুভ সূচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ, মাওলানা যায়নুল আবেদীন, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, সদস্য মাওলানা মুহাম্মদ দিদারুল আলম ও মাওলানা আতাউল্লাহ প্রমুখ।