রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কুফরি মতবাদের অনুসরণ করলে কিয়ামত পর্যন্ত ভাগ্যের পরিবর্তন হবে না : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, নববী আদর্শ বাদ দিয়ে মানব রচিত কুফরি মতবাদের অনুসরণ ও অনুকরণ করলে কিয়ামত পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে এক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী অনুশাসন বাদ দিয়ে অন্য কোনো বুর্জোয়া মতবাদের প্রাধান্য দেওয়া কখনোই বুদ্ধিমান শাসকদের কাজ হতে পারে না।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশের জনগণ বিভিন্ন দলের শাসন দেখেছে। এমনকি তারা নাগরিক ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পেতে গত ৫ আগস্ট নতুনভাবে দেশকে স্বাধীন করেছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি সুন্নাহকে উপেক্ষা করে মানব রচিত বুর্জোয়া নীতি আদর্শের মাধ্যমে রাষ্ট্র ও সমাজ পরিচালনার কারণেই দেশের সর্বস্তরের নাগরিকদের এসব সমস্যা পোহাতে হচ্ছে। সুন্নাহর আলোকে জাতীয় সম্পদের অপব্যবহার রোধের মাধ্যমে এসব জাতীয় সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

তিনি বলেন, এখানকার রাজনীতির ধরণ দেখলে মনে হয় দেশ প্রাকসভ্য পর্যায়ে রয়েছে। এজন্য এখন প্রয়োজন নববী আদর্শের আলোকে দেশকে নতুনভাবে গড়ে তোলা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img