বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আলেমদের সাথে বেয়াদবির ফলাফল ভয়াবহ হয় : মাওলানা আনোয়ার হোসাইন

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানি বলেছেন, ইসলাম, আলেম-ওলামা ও ইসলামি নেতৃবৃন্দের সাথে বেয়াদবির ফলাফল ভয়াবহ হয়। যা আপনারা গত কিছুদিন আগে প্রত্যক্ষ করেছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম লোহাগাড়া চুনতি সীরাত ময়দানে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিলের প্রথম দিবসে উদ্বোধনী আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাওলানা আনোয়ার হোসাইন বলেন, এদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এদেশে কুরআন ও সুন্নাহের বাহিরে মনগড়া মতবাদ দিয়ে দেশ চলতে পারে না। মানবতার মুক্তির জন্য এদেশে কুরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছর আমাদেরকে মসজিদ ও মাহফিলে মন খুলে কথা বলতে দেওয়া হয়নি। জুমাতে কি খোৎবা দিবো সেটাও তাদের জানাতে হতো। বেয়াদবির একটা লিমিট থাকা প্রয়োজন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মাহফিলের মোতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কামাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাতুন্নবী (স.) মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সাংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী, মাহফিল পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মাওলানা গোলাম রাসুল কমরি, মাওলানা কাজী নাসিরুদ্দিন, এইচ এম মাহবুবুল হক প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img