রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত ওলামায়ে কেরামদের মাঝে ত্রাণ বিতরণ করছে ইসলামী আন্দোলন

দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নির্দেশে বন্যার্ত ১১টি জেলায় ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর অংশ হিসেবে নোয়াখালী দক্ষিণ জেলার বিভিন্ন অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত ওলামায়ে কেরাম ও দায়িত্বশীলদের মাঝে চরমোনাই পীরের পক্ষ থেকে হাদিয়া প্রদান করা হয়। হাদিয়া প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নোয়াখালী জেলা কার্যালয়ে এই হাদিয়া প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ওলামা মাশায়েখ, ইমাম ও মুয়াজ্জিন নিজের মান সম্মানের দিকে লক্ষ্য করে কারো কাছে চাইতে পারেন না। ত্রাণ নিতে লাইনে দাঁড়ানো অসম্ভব। কঠিন ক্ষতিগ্রস্থ তবুও ধৈর্য ধরে আছেন। বন্যায় সবাই ক্ষতিগ্রস্থ। ওলামা মাশায়েখ, ইমাম ও মুয়াজ্জিনগণের খোঁজ খবর নেয়া ও তাদের না বলা কষ্টের কথাগুলো শোনে তিনি আবেগ আপ্লুত হন। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে মতবিনিময় সভা জেলা সভাপতি মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী সহ নোয়াখালী দক্ষিণ জেলা নেতৃবৃন্দ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img