গত মে মাসের ১৯ তারিখ বিধ্বস্ত হয়েছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। এরপর থেকেই চলছিল তদন্ত। তবে চূড়ান্ত তদন্তের রিপোর্টে দেখা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে না পেরেই মূলত বিধ্বস্ত হয়েছিল রাইসির হেলিকপ্টারটি।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফার্স নিউজ জানিয়েছে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শেষ হয়েছে। এটা একটি দুর্ঘটনা তা নিশ্চিত। এই ক্ষেত্রে দুটি কারণ সনাক্ত করা হয়েছে। একটি আবহাওয়া উপযুক্ত ছিল না, অপরটি হল- হেলিকপ্টারটিতে অন্তত দুইজন যাত্রী ওজনের সক্ষমতার বাইরে ছিল, যার ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।
প্রসঙ্গত, এর আগে একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির প্রায় ৪০ থেকে ৫০ বছর পুরনো ছিল। ২০০০ সালের প্রথমদিকে এটি ক্রয় করেছিল ইরান।
সূত্র: দি এভিএশোনিস্ট