হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জেরে ইসরাইলকে কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ
শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি। তবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ শুক্রবার (২ আগস্ট) এ তথ্য জানায় ইসরাইলী গণমাধ্যম টাইমস অব ইসরাইল। চলমান পরিস্থিতি নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন।
হোয়াইট হাউসের বিবৃতি মতে, বাইডেন নেতানিয়াহুকে জানান যে, আমেরিকা ইরানের কাছ থেকে আসা সব ধরনের হুমকি থেকে ইসরাইলকে সুরক্ষা দেবে। এ বিষয়ে আমেরিকা তাদের ‘অঙ্গীকার’ থেকে বিচ্যুত হবে না।
তারা ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে প্রয়োজনে ইসরাইলে মার্কিন সেনা মোতায়েনের বিষয়েও আলাপ করেন।