ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হামলায় শহীদ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ইরানের রাজধানী তেহরানে বুধবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হয়েছেন। মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাঁকে হত্যা করা হয়। হানিয়া যে বাসভবনে ছিলেন, সেখানে তিনি এই গুপ্ত হামলার শিকার হন। এতে তিনি ও তাঁর এক দেহরক্ষী নিহত হন। হামাস এই ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছে।
নেতৃবৃন্দ বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য ইসমাঈল হানিয়া ছিলেন একজন অন্যতম অগ্রনায়ক। বিশ্ববিজয়ী বীর ও অগণন মানুষের প্রিয় এ রাহাবারকে হারিয়ে আমরা গভীরভাবে শোকহত! আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন এবং গাজ্জার মজলুম জনগণের মুক্তি সংগ্রামের এই অবিসংবাদিত নেতা তাঁর জীবনে যে বিশাল দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইনশাআল্লাহ।
নেতৃবৃন্দ আরও বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তাঁর শাহাদাতকে কবুল করুন। পরিবার-পরিজন, সহকর্মীবৃন্দ, গাজ্জা ও ফিলিস্তিনের মজলুম জনগণকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন।