বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

দেশের বিরাজমান পরিস্থিতিতে উলামাদের নিয়ে সেমিনার করলো ধর্ম মন্ত্রণালয়

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশিষ্ট উলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর বেইলী রোডে ধর্মমন্ত্রীর সরকারি বাসভবনস্থ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে উলামায়ে কেরামরা খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। দেশের শান্তি-সম্প্রীতি রক্ষায় উলামায়ে কেরামদেরকে এভাবে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হুছামউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে আলেম-ওলামা সমাজ প্রধানমন্ত্রীর সাথেই আছে সে বিষয়ে উলামায়ে কেরামদের পক্ষ হতে তাঁকে আশ্বস্ত করতে হবে। এছাড়া, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে কোন সংঘাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট উলামায়ে কেরামদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ধর্মসচিব মুহাম্মাদ আব্দুল হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে উপস্থিত ছিলেন বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতী রুহুল আমিন, দারুল উলুম রামপুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা ড. মুশতাক আহমদ, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা এমদাদুল্লাহ খুলনা, মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস ও সন্দ্বীপের পীরের জামাতা মাওলানা আহসানুল্লাহ, নানুপুরের পীরের প্রতিনিধি মাওলানা শওকত বিন হানিফ।

এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন সরকার সালেহী, বাহাদুরপুরের পীর মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, মাওলানা ড. আব্দুর রাজ্জাক আল আজহারী, মাওলানা রুহুল আমিন সিরাজী, মাওলানা ওয়াহিদুজ্জামান নকশেবন্দী, মাওলানা মুজিবুর রহমান ফরাজী তেজগাঁও, মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img