বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

সরকার বিরোধীমত দমনে গণগ্রেফতার ও হয়রানী করছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী মুহাম্মদ রেজাউল করীম বলেছেন সরকার বিরোধীমত দমনে গণগ্রেফতার ও হয়রানী করছে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, সরকারের অপরিণামদর্শি সিদ্ধান্তে দেশে শত শত লাশ পড়েছে। অসংখ্য মায়ের কোল খালি হয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেভাবে গ্রেফতারের হিড়িক শুরু করেছে, সেটিকে গণগ্রেফতার ও নির্বিচারে আটক ও রিমান্ডের নামে নির্যাতন হিসেবে উল্লেখ করে তা বন্ধের দাবি জানান।

গতকাল ও আজ অধিকার আদায়ে আন্দোলনরত ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে চরমোনাই পীর বলেন, সরকার কোটা আন্দোলনে শত শত লাশ ফেলেও ক্ষান্ত হয়নি। আরো লাশ ও রক্তের নেশায় মেতে উঠেছে। ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশ দিয়ে হামলা ও গ্রেফতার করছে।

তিনি বলেন, সরকার গণহত্যা এবং হাজার হাজার মানুষকে আহত করে বিক্ষুব্ধ জনতার রুদ্ররোষ প্রশমিত করতে পারবে না। জনতার রুদ্ররোষের একমাত্র সমাধান হলো দ্রুত সময়ের মধ্যে সরকারের পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দশ্যপ্রণোদিত।

তিনি ছাত্র আন্দোলনের ৬জন সমন্বয়কদের ডিবি হেফাজতের নামে হয়রানী বন্ধ এবং কর্মসূচি প্রত্যাহার করানোর প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা সংবিধান পরিপন্থি বলে হাইকোর্ট বলে দিয়েছে। সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের রক্তের ওপর দিয়ে হলেও ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে আছে।

তিনি কোটাবিরোধী আন্দোলনের নেতাদের গ্রেফতার ও হামলার নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত বিরোধী দলের সকলস্তরের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img