মুহাররাম জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করায় ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেশটির শিয়া সম্প্রদায়ের নেতা ও ইমামগণ।
শিয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠান থেকে বলা হয়েছে, মুহাররাম জুড়ে স্থানীয় বাহিনীর সহায়তায় পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে কাবুলের নিরাপত্তাবাহিনী। ফলে গত দুই বছরে মুহাররম চলাকালে একটিও হামলার ঘটনা ঘটেনি।
আফগানিস্তানের শিয়া ওলামা পরিষদের প্রধান সাইয়েদ হোসাইন আলেমি বলেন, “আমরা সকল নিরাপত্তাকর্মীকে ধন্যবাদ জানাই; ইমাম হোসাইনের জন্য শোকার্ত মানুষের মিছিলে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার জন্য।”
কাবুলের নিরাপত্তা কমান্ডের ডেপুটি কর্মকর্তা মুহাম্মাদ শাকির ছাদ জানান, মুহাররম চলাকালে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে। যাদের উদ্দেশ্য ছিল শোকাহত মিছিলে আক্রমণ চালানো। তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “দুষ্কৃতকারীরা ব্যাপক চেষ্টা চালিয়েছিল, তবে আমাদের সর্বদা সতর্ক নিরাপত্তা বাহিনী তাদেরকে কোন সুযোগ দেয়নি, যেখানেই শত্রুর উপস্থিতি টের পেয়েছে, সেখানেই নিরাপত্তা বাহিনী দ্রুত পৌঁছে গিয়েছে।”
সূত্র: তোলো নিউজ