প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশব্যাপী সাম্প্রতিক তান্ডবের সময় হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে তাঁর সরকারের প্রচেষ্টা থাকবে। আপনারা আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি-জালেমদের হাত থেকে (আমাদের) দেশটা রক্ষা পায়
গতকাল রোববার (২৮ জুলাই) তাঁর সরকারি বাসভবন গণভবনে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সৃষ্ট তান্ডবলীলায় নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার প্রচেষ্টা থাকবে যারা এই হত্যাকান্ডে জড়িত তাদের খুঁজে বের করা। তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, এটি আমার প্রচেষ্টা হবে। আমি তা করব।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সহিংসতায় খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তাদের বিচার করতে হবে, তা না হলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, আমি জানি না কিভাবে আপনাদের সান্তনা দেব। কিন্তু আমি আপনাদের কষ্টটা অনুভব করতে পারছি। কারণ স্বজন হারাবার বেদনা কখনো ভোলার নয়। আল্লাহ আপনাদের সবর করার শক্তি দিন। আর দোয়া করেন যেন এর একটা বিহিত করা যেতে পারে।