গত কয়েকদিনে শত শত ছাত্র-জনতা হত্যা, হাজারো আহত ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের।
নেতৃদ্বয় বলেন, ইন্টারনেট বন্ধ করে গোটা জাতি ও বিশ্বকে অন্ধকারে রেখে, কারফিউ জারি করে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার উপর সরকার যে ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে ইন্টারনেট চালু হওয়ার পর সেসব দৃশ্য এখন ভেসে আসছে। দেশের জনগণের বিরুদ্ধে এই গণহত্যার জবাব সরকারকে দিতে হবে।
আজ রবিবার (২৮ জুলাই) গণ্যমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
নেতৃদ্বয় আরও বলেন, মূলত ক্ষমতা হারানোর ভয়ে জনবিচ্ছিন্ন সরকার প্রতিরক্ষা বাহিনীসহ রাষ্ট্রের সকল শক্তি জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। এখন ছাত্র-জনতাকে হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গণহারে গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। বেআইনিভাবে ১৭ বছরের এক কিশোর ছাত্রকেও ৭ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পুলিশী হেফাজতের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্র-ছাত্রীদের আটক করে শারীরিক, মানসিক নির্যাতন করা হচ্ছে। এহেন জুলুম নির্যাতনের ফল সরকারের জন্য শুভ হবে না।
নেতৃদ্বয় দাবি জানিয়ে বলেন, অবিলম্বে গণগ্রেপ্তার, রিমান্ড, নির্যাতন, জেল, জুলুম, মিথ্যাচার বন্ধ করতে হবে নিজেদের ক্ষমতার স্বার্থে অন্যায়ভাবে রাষ্ট্রীয় শক্তিকে জনগণের বিরুদ্ধে ব্যবহার বন্ধ করতে হবে। কারফিউ তুলে নিতে হবে। সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাস খুলে দিতে হবে।