(ডিসপ্লে)
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মুসলিম বিশ্বের সমর্থন থাকায় হামাসের অস্তিত্ব মেটানো সম্ভব হবে না। হামাসকে নির্মূল করার বিষয়ে ইসরাইল যে লক্ষ্য ঠিক করেছে তা একটি অবাস্তব কাজ।
লাওসে অনুষ্ঠিত আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের ৫৭তম সম্মেলন শেষে মালয়েশিয়া সফর করার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এইসব কথা বলেন।
(স্ক্রিপ্ট)
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বলছে যে, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত গাজ্জা যুদ্ধ শেষ হবে না। কিন্তু আমার এবং আমার মতো অনেক পররাষ্ট্রমন্ত্রীর মত হচ্ছে, এটি অবাস্তব মিশন। হামাস তার অস্তিত্ব ধরে রাখবে এবং তাদের যথেষ্ট সক্ষমতা আছে। পাশাপাশি এই সংগঠনের প্রতি মুসলিম বিশ্বের সমর্থন রয়েছে।
(ডিসপ্লে)
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশিকে সাজা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
(স্ক্রিপ্ট)
এক বিবৃতিতে আমিরাত সরকারের এমন বিচারিক কর্মকাণ্ডকে ‘বিচারিক উপহাস’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।
কোটা সংস্কারের পক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় গত ২১ জুলাই ৫৭ বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দেয় আমিরাত সরকার। এদের মধ্যে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের ১০ থেকে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আবুধাবির একটি আদালত।
(ডিসপ্লে)
ইসরাইলের দখল কৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৯ জন। হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরাল। তবে অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ।
(স্ক্রিপ্ট)
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটা।
হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছে, এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে।
(ডিসপ্লে)
তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলেন, ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে।
(ডিসপ্লে)
অবরুদ্ধ গাজ্জার খান ইউনিসে হামলায় বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের হারাকাতুল জেহাদ আল ইসলামী। রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
(স্ক্রিপ্ট)
প্রতিবেদনে বলা হয় হারাকাতুল জেহাদ আল ইসলামীর সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, তারা যুদ্ধ-বিধ্বস্ত শহরের পূর্বে একটি ইসরাইলি সামরিক ক্রেন এবং এর আশেপাশের অঞ্চলগুলোকে ভারী মর্টার দিয়ে গোলা নিক্ষেপের মাধ্যমে বিধ্বস্ত করেছে।
আল-কুদস ব্রিগেড এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, এ ঘটনার পর একটি ইসরাইলি হেলিকপ্টার ওই এলাকায় অবতরণ করে এবং দ্রুত হতাহত সৈন্যদের সরিয়ে নিয়ে গেছে। তবে হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি সংগঠনটি।
(ডিসপ্লে)
আল-কুদস ব্রিগেড আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা পূর্ব খান ইউনিসের বনি সুহেলা কবরস্থানে অনুপ্রবেশকারী ইসরাইলি সৈন্য ও যানবাহনগুলোতে বোমাবর্ষণ করেছে। এতে বহু সংখ্যক হতাহত হয়েছে।
(ডিসপ্লে)
উন্নত নিরাপত্তার লক্ষ্যে দেশজুড়ে স্ক্যানার স্থাপন করছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। আফগান সরকারের প্রশাসনিক বিনিয়োগ অধিদপ্তরের পরিচালক মাওলানা আহমাদ জিয়া খালিদ জানান, দেশজুড়ে স্ক্যানার স্থাপনের লক্ষ্যে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি সাক্ষর করা হয়েছে।
(স্ক্রিপ্ট)
তিনি বলেন, কাস্টমস নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতেই দেশজুড়ে স্ক্যানার স্থাপন করছে ইমারাতে ইসলামিয়ার সরকার। এই প্রকল্পের আওতায় ২ হাজার লোকের চাকরির ব্যবস্থা হবে। আগামী ২বছরের মধ্যে স্ক্যানার স্থাপনের কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী।
(ডিসপ্লে)
আমেরিকার পার্লামেন্টের উচ্চ কক্ষ বা কংগ্রেসে গাজ্জার গণহত্যার নায়ক ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় দেশটির কঠোর সমালোচনা করেছে তুরস্ক।
(স্ক্রিপ্ট)
শনিবার তুরস্কের পার্লামেন্টে এবিষয়ে নিন্দা জানিয়ে একটি রেজুলেশন পাশ হয়। রেজুলেশনে বলা হয়, মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে গণতন্ত্রকে অপমান করা হয়েছে। গণতন্ত্রের এই অপমানে আমরা অপমানিত ও লজ্জিত। এটি খুবই দু:খজনক যে, ইসরাইলের লাগামহীন আগ্রাসন রোধের পরিবর্তে অপরাধীর অপরাধের ক্ষমতায়ন ও উৎসাহের মঞ্চে পরিণত হয়েছে মার্কিন কংগ্রেস। যে মঞ্চে মিথ্যাচারে ভরপুর বক্তব্য উপস্থাপন হয়েছে।
(ডিসপ্লে)
ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
(স্ক্রিপ্ট)
রোববার আইএসপিআরের সহকারি পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সার্বিক নিরাপত্তা প্রদানে গত ২০শে জুলাই ভোর হতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল কর্তৃক বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এর মূল উদ্দেশ্য দেশে এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করা বলে অনুমিত।