শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

যেভাবে কাজের ইতি টানার আশা করেছিলাম তা হলো না: পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব শেষে বাংলাদেশ ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ভয়েস অব আমেরিকাকে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এখন দূতাবাসের দায়িত্বে আছেন।

এদিকে, ডেভিড মিলের নিয়োগের বিষয়টি সিনেটে নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে বলে জানাগেছে।

ডেভিড মিল বর্তমানে চীনের যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন পদে কর্মরত রয়েছেন। মিনিস্টার কাউন্সেলার পদের এই কর্মকর্তা চীনেই অস্থায়ীভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স পদে দায়িত্ব পালন করেছেন। এই পদে যোগ দেয়ার আগে তিনি পররাষ্ট্র দফতরের ব্যুরো অফ ইকনমিক এন্ড বিজনেস অ্যাফেয়ার্সের বাণিজ্য নীতি ও আলোচনাবিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন।

সাবেক রাষ্ট্রদূত হাস লিঙ্কড ইন-এ একটি বার্তায় তার বাংলাদেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে যেভাবে কাজের ইতি টানার আশা করেছিলাম তা হলো না।’

যুক্তরাষ্ট্রে ফেরার এই এসময়ে, ‘দূতাবাসের সকলকে, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের, বাংলাদেশের জনগণকে এবং যারা একটি স্বাধীন, আরো সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’

পিটার হাস ২০২২ সালের ১ মার্চ ঢাকায় পৌঁছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img