বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

হেফজখানায় আগুন: বেঁচে গেছে শিক্ষার্থীরা, অক্ষত সবগুলো কুরআন

রাজবাড়ী জেলা শহরের দারুল উলুম ভাজনচালা মাদরাসার হেফজখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মাদরাসার ব্যাপক ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা ৪০ জন ছাত্র আর অক্ষত রয়ে গেছে অর্ধশতাধিক কুরআন শরীফ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ওই হেফজখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে হেফজখানায় থাকা কিতাব, হাদীসের বই, শিক্ষার্থীদের পোশাক, লেপ, তোষকসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব ভস্মিভূত হয়। এছাড়া হেফজখানার সাথে গোডাউনে থাকা চাল, ডাল, লবণ পুড়ে যায়। তবে আগুনে কুরআন শরীফের কোনো ক্ষতি হয় নি।

এদিকে মাদরাসার অধ্যক্ষ ইলিয়াছ মোল্লা বলেছেন, আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা জানা যায় নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘর ও গোডাউনে থাকা সব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img