মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা শরনার্থী ও অন্যরা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে সেজন্য দেশটিতে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে এ অঞ্চলের দেশগুলো ও জাতিসংঘের প্রতি সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা।
বুধবার (১২ জুন) আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকায় নিয়োজিত মার্কিন দূতাবাসের আঞ্চলিক শরণার্থী সমন্বয়কারী ম্যাকেনজি রো।
তিনি বলেন, বাংলাদেশের জানা দরকার যে, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানের বিষয়ে আমেরিকা অবিচল অংশীদার হিসেবে পাশে থাকবে।
তিনি আরও বলেন, ক্যাম্পের মধ্যে যেকোনও ইস্যু মানবিক সহায়তাকে প্রভাবিত করতে পারে, এটি সবসময়ই উদ্বেগের বিষয়। আমাদের সহায়তা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে যেন পৌঁছায় সেটি আমরা নিশ্চিত করতে চাই। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি এবং যারা আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক সেসব অংশীদারদের সঙ্গে মিলে এই অবস্থার মোকাবিলা নিয়ে ভাবছি।
ম্যাকেনজি রো বলেন, বাংলাদেশ একা নয়। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশকে সহায়তা করতে অনেক সরকার, জাতিসংঘের সংস্থা ও এনজিও অংশীদারত্ব করছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা