রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবিতে বিক্ষোভ করল হাজার হাজার মরোক্কের নাগরিক

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মরোক্কোর রাস্তায় নেমে এসেছে হাজার হাজার নাগরিক। সেই সঙ্গে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।

রবিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী রাবাতে পার্লামেন্ট ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। যেখানে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হয়েছিল।

এসময়, বিক্ষোভকারীদের হাতে ‘কূটনৈতিক সম্পর্ক স্থাপন মানে বিশ্বাসঘাতকতা’ ও ‘গণহত্যা বন্ধ করো’ লেখা ব্যানার দেখা যায়। সেই সঙ্গে ফিলিস্তিনের একটি বিশাল পতাকা বহন করেছিল বিক্ষোভকারীরা।

একজন বিক্ষোভকারী বলেন, “আমরা দেখছি প্রতিদিন ২৪ ঘন্টা ধরেই বোমা হামলা চালানো হচ্ছে গাজ্জায়, এতে শিশুরা নিহত হচ্ছে। প্রায় ৩০ হাজারের কাছাকাছি মানুষ শহীদ হয়েছে। কোনভাবেই থামানো যাচ্ছে না এদের, গণহত্যা অব্যাহত রয়েছে।”

আরেকজন বিক্ষোভকারী বলেন, “আমরা কোনভাবেই এমন একটি গণহত্যামূলক দেশের সাথে আমদানি রপ্তানি করতে পারিনা।”

উল্লেখ্য, ২ দশক আগে দ্বিতীয় ইন্তিফাদা সংগঠিত হওয়ার পর ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল মরোক্কো। তবে ২০২০ সালে পুনরায় ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি।

সূত্র: প্রেস টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img