প্রথমত, গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। দ্বিতীয়ত, সেখানে আটকে রেখে তাদের উপর নির্বিচারে বোমা বর্ষণ করছে দখলদার বাহিনী। তৃতীয়ত, অবরুদ্ধ ছিটমহলে কোন ধরনের মানবিক সহায়তা ঢুকতে দিচ্ছে না অবৈধ রাষ্ট্রটি। যার ফলে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষুধার। আর তাই বেঁচে থাকা সর্বশেষ অবলম্বন হিসেবে ঘাস খেয়েই ক্ষুধা নিবারণ করতে হচ্ছে গাজ্জার ফিলিস্তিনিদের।
আন্তর্জাতিক অবিচার ও ক্ষুধা নিবারণ নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ‘একশন এইডের’ এক ভিডিওতে এমনটিই দেখা গিয়েছে।
ভিডিওটিতে, ফিলিস্তিনের পক্ষে একশন এইডের যোগাযোগ সমন্বয়কারী রিহাম জাফরি বলেন, “ফিলিস্তিনিরা বর্তমানে ব্যাপকভাবে হতাশ, আর তাই বেঁচে থাকার সর্বশেষ উপায় হিসেবে ঘাস খেতে শুরু করেছে তারা।”
তিনি আরো বলেন, “গাজ্জার প্রতিটি মানুষ আজ ক্ষুধার্ত। প্রতিটি মানুষের দৈনন্দিন খাওয়া, গোসল ও পয়-পরিষ্কারের জন্য মাত্র দেড় থেকে দুই লিটার পানি বরাদ্দ করা হয়েছে, যদিও এই পানি সম্পূর্ণ নিরাপদ নয়”
সংস্থাটি জানিয়েছে, গাজ্জায় বর্ষা ও শীতল আবহাওয়ার জন্য ফিলিস্তিনিদের কাছে পর্যাপ্ত পোশাক ও খাদ্য নেই, যা বিভিন্ন রোগের আবির্ভাব ঘটাতে পারে। আর এরকম জনবহুল পরিবেশে রোগ ব্যাধি খুব দ্রুতই ফিলিস্তিনিদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
সূত্র: মিডল ইস্ট মনিটর