দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় গত ২৪ ঘন্টায় ১০৭ ফিলিস্তিনিকে হত্যা করলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে একথা জানায় গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, অবরুদ্ধ গাজ্জায় ভয়াবহ গণহত্যা অব্যাহত রেখেছে ইহুদিবাদী দখলদার ইসরাইল। গত ২৪ ঘন্টায় ১৩ টি গণহত্যা অভিযান পরিচালনা করেছে ইসরাইলী সেনারা। এতে ১০৭ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন এবং আহত হোন ১৪২ জন। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েন অসংখ্য লোকজন। পর্যাপ্ত ও উন্নত উদ্ধার সরঞ্জামের অভাবে যাদের পর্যন্ত পৌঁছা সম্ভব হচ্ছে না।
বিবৃতিতে আরো বলা হয়, গণহত্যা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৪৭ জনে পৌঁছেছে ও আহতের সংখ্যা ৬৭ হাজার ৪৫৯ জনে। আহত ও নিহতদের অধিকাংশই নারী ও শিশু। যার পরিমাণ ৭০ শতাংশ।
সূত্র: আল জাজিরা