গত সপ্তাহে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় একটি যুদ্ধবিরতির পরিকল্পনা করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যস্থতাকারী হিসেবে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে এই প্রস্তাবটি পৌছে দেয় মিশর ও কাতার। তবে এর বিপরীতে, তিনটি পর্যায়ে মোট সাড়ে ৪ মাস অর্থাৎ ১৩৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির মতে, এটি চলমান যুদ্ধ শেষ করার নেতৃত্ব দেবে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) হামাসের একটি খসড়া নথিপত্রের উদ্ধৃতি দিয়ে এ বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নথিপত্রে দেখা যাচ্ছে, মোট তিনটি পর্যায়ে যুদ্ধবিরতির দাবি করেছে হামাস। আর প্রতিটি পর্যায়ের মেয়াদকাল হল ৪৫ দিন। যুদ্ধবিরতির শর্তাবলির মধ্যে রয়েছে বন্দী বিনিময়, গাজ্জার পুনর্গঠন শুরু করা, গাজ্জা থেকে সম্পূর্ণরূপে ইসরাইলি বাহিনী প্রত্যাহার ও মৃতদেহ বিনিময়।
হামাসের নথিপত্র অনুযায়ী, প্রথম ৪৫ দিনে ইসরাইলের সকল নারী, বয়স্ক ও অসুস্থ বন্দীদের মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে বালকদের মধ্যে থেকে যাদের বয়স ১৯ বছরের কম তাদেরও মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দিতে হবে তেল আবিবকে।
নথিপত্র অনুযায়ী, যুদ্ধ বিরতির দ্বিতীয় পর্যায়ে বেশ কিছু পুরুষ বন্দীদের মুক্ত করে দেবে হামাস। হাতে রাখা হবে অল্প সংখ্যক পুরুষ বন্দীদের। তবে তৃতীয় পর্যায়ে গিয়ে সকল পুরুষ বন্দীদের মুক্ত করা হবে। যার বিনিময়ে চলমান যুদ্ধ শেষ করার জন্য অবশ্যই একটি চুড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে ইসরাইলকে।
নথিপত্র অনুযায়ী, ইসরাইলি কারাগারে থাকা ১ হাজার ৫০০ ফিলিস্তিনিকে মুক্তির দাবি জানাবে হামাস। এর মধ্যে থেকে এক তৃতীয়াংশ অর্থাৎ এমন ৫০০ জন ফিলিস্তিনিকে মুক্তির দাবি জানাবে হামাস, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আর এই ৫০০ কারাবন্দির তালিকা হামাসের পক্ষ থেকেই প্রস্তুত করা হবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর