উজবেকিস্তানের নিরাপত্তা জোরদারে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব মুজাহিদের সাথে বৈঠক করলেন দেশটির গোয়েন্দা ও সীমান্তরক্ষী বাহিনীর প্রধান আব্দুস সালাম আজিজভ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ট্রানজিট রুট, সীমান্ত নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।
মোল্লা ইয়াকুব মুজাহিদ দেশটিকে নিরাপত্তা সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, এই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নমূলক প্রকল্পগুলোতে ভাতৃপ্রতিম মুসলিম দেশ উজবেকিস্তানকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী।
এছাড়াও তিনি দু’দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করেন। আফগান সীমান্ত এখন সম্পূর্ণ নিরাপদ বলে উল্লেখ করেন। ইমারাত সরকার দেশটির নিরাপত্তা খাতকে আরো শক্তিশালী করে তুলতে ভবিষ্যত পরিকল্পনা সাজাচ্ছে বলে জানান।
উজবেক গোয়েন্দা প্রধান এসময় তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আফগান জনগণের প্রতি উজবেক সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
সূত্র: বাখতার নিউজ